মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ মার্চ:
”যতদিন ধরে বাঁচি, যতক্ষন বেচে আছি” বেলাল খানের সুরে ওয়াহেদ বাবুর সঙ্গীত পরিচালনায় চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা প্রসুন আজাদের কন্ঠ মেলানোর মধ্যে দিয়ে অচেনা হৃদয়’ ছবির একটি গানের চিত্রায়ন শুরু করা হয়।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর মানচিত্ররে পাদদেশে গানটির শুটিং শুরু করা হয়। মোটামুটি শ’তিনেক দর্শকের উপস্থিতিতে “ অচেনা হৃদয়” ছবির গানের কয়েকটি শট ওকে করা হয়। রাত পর্যন্ত একই স্থানে গানসহকয়েকটি দৃশ্য ধারন করা হবে বলে পরিচালক মিঠুন জানান।
Facebook Comments