মেহেরপুর নিউজ, ২৫ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল ঢাকায় অনুষ্ঠিত ৬ মাস ব্যাপী ৬১ তম বুনিয়াদি প্রশিক্ষনে সম্মিলিতভাবে ১ম স্থান অধিকার করা সহ রেক্টর এ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন। ৬ মাস ব্যাপী এ প্রশিক্ষনের ২৮টি ক্যাডারে ৫শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে রামানন্দ পাল একাই দুটি শীর্ষ পদে পুরস্কার পাওয়ার অনন্য গৌরব অর্জন করায় মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, সহকারী কমিশনার শুভ্রা দাস তাকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার সকালে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এম পি । সভাপতি হিসেেেব ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও রেক্টর (বি সি এস প্রশাসন একাডেমি) মোহাম্মদ আবদুল্লাহ।