Templates by BIGtheme NET
Home / মিডিয়া / সাংবাদিক মহাসিন আলীর মায়ের মৃত্যু ।। সাংবাদিকদের শোক

সাংবাদিক মহাসিন আলীর মায়ের মৃত্যু ।। সাংবাদিকদের শোক

ফাইল ফটো

ফাইল ফটো

মেহেরপুর নিউজ,২৯ জুলাই:
দৈনিক মাথাভাঙ্গার জেলা প্রতিনিধি সাংবাদিক মহাসিন আলীর মা সোনা ভানু ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার দুপুর ১২ টার দিকে সাতক্ষিরা সদর উপজেলার রসুলপুরে বড় মেয়ের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেণ।মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাংবাদিক মহাসিন আলী মায়ের মৃত্যুর খবর শুনার পরপরই দুপুর ১টার দিকে স্বপরিবারে সাতক্ষিরার উদ্যোশে রওয়ানা হয়েছেন। তিনি মেহেরপুরের সাংবাদিকসহ সকলের কাছে তার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।মহাসিন আলী সাতক্ষিরায় পৌছানোর পর সাতক্ষিরা সদর উপজেলা বাঁশদহ পৈতৃক বাড়িতে লাশ নেয়া হবে। পরে সেখানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, সাংবাদিক মহাসিন আলীর মায়ের মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর নিউজ পরিবার সহ জেলায় কর্মরত সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.