Templates by BIGtheme NET
Home / প্রবাসীদের কথা / সিংগাপুরে মেহেরপুরের প্রবাসিদের সাথে আওয়ামীলীগ নেতা ইমনের কুসল বিনিময়

সিংগাপুরে মেহেরপুরের প্রবাসিদের সাথে আওয়ামীলীগ নেতা ইমনের কুসল বিনিময়

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই:

সিংগাপুরে কর্মরত মেহেরপুরের প্রবাসিদের মিলনমেলা, একে অপরের সাথে কুসল বিনিময় , আড্ডা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার সময় সিংগাপুরের মোস্তফা সেন্টারের সামনে মেহেরপুরিয়ানদের এ মিলানমেলা অনুষ্ঠিত হয়।

মিলনামেলায় সকলের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমন। এসময় তিনি প্রবাসিদের সাথে তাদের বিভিন্ন সমস্য ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে শরিফ রেজা, সাদিক রেজা, লর্ডসহ শত শত মেহেরপুরের প্রবাসিরা অংশ গ্রহন করেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.