Templates by BIGtheme NET
Home / তথ্য প্রযুক্তি / সেলফ প্রটেক্ট এ্যাপস তৈরি করায় সাদ্দাম হোসেন ও মিজানুর রহমানকে সংবর্ধনা

সেলফ প্রটেক্ট এ্যাপস তৈরি করায় সাদ্দাম হোসেন ও মিজানুর রহমানকে সংবর্ধনা

DSC_2099মেহেরপুর নিউজ,০৬ জুন:
অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করার লক্ষ্যে সেলফ প্রটেক্ট এ্যাপস নির্মাতা সাদ্দাম হোসেন ও মিজানুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে মেসডা।
শনিবার দুপুরে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন সাদ্দাম হোসেন ও মিজানুর রহমানের হাতে এ ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য, সাদ্দাম হোসেন ও মিজানুর রহমান দু’জনই মেহেরপুরের সন্তান। তারা ফার্ষ্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.