Templates by BIGtheme NET
Home / সারাদেশ / সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত

image_15630ডেস্ক রিপোর্ট, ০৪ জুলাই:
ফেনীর সোনাগাজী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এলকো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মো. ফখরুল ইসলাম নিহত হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার সময় সোনাগাজী সড়কে ডাক্তার বাড়ী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ফখরুল ইসলাম বাড়ী ময়মনিসংহ জেলায়।
স্থানীয়রার জানান, তিনি বাসা থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা দেন৷ পথিমধ্যে একটি প্রাইভেট কারের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের লাশটি ফেনী সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.