মেহেরপুর নিউজ, ৩০ ডিসেম্বর:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক (বারী) আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর।
মেহেরপুরে জন্মগ্রহণকারী ইমদাদুল হক বৃহত্তর কুষ্টিয়ার প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবী মরহুম ডাক্তার জাফর আলীর পঞ্চম পুত্র। তিনি মেহেরপুর হাইস্কুল, মেহেরপুর (সরকারী) কলেজ ও কুষ্টিয়া (সরকারী বিশ্ববিদ্যালয়) কলেজে পড়াশোনা করেন। কর্মসূত্রে ও পরবর্তীতে তিনি খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার অধিবাসী ছিলেন।
তিনি স্ত্রী, এক কন্যা ও ব্রিটেনে প্রবাসী দুই পুত্র, এক ভাই, পাঁচ বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু রেখে গেছেন। সাংবাদিক সৈকত রুশদী তাঁর ভ্রাতুষ্পুত্র এবং মেহেরপুর-১ এর জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন (দোদুল) তাঁর ভাগনে।
আজ শনিবার দুপুরে মেহেরপুরে জানাজার নামাজের পর ঝিনাইদহ জেলের মহেশপুর উপজেলার গোকুলনগরে মরহুমকে দাফন করা হয়।