মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, শিক্ষা অফিসার আপিল উদ্দীন এসময় সেখানে বক্তব্য রাখেন।
উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু ফুটবলে উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবলে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
খেলায় বঙ্গবন্ধু ফুটবলে উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবলে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পনাজিত করে।
# নিজস্ব প্রতিনিধি #