মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুরে-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আলাম সিদ্দিক,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।