মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তের ১১৭/৫ এস মেইন পিলার সংলগ্ন বাংলাদেশে’র ভূখন্ডে আন্তজার্তিক সীমান্ত আইন লংঘন করে অস্ত্র সহ অনুপ্রবেশের দায়ে ভারতের শাহপুর ক্যাম্পের আর কে পিপল নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বিএসএফ সদস্য তাঁর কাঁটা বেড়া ডিঙ্গিয়ে দৌড়াতে দৌড়াতে বিজিবি’র বাজিতপুর ক্যাম্পের কাছাকাছি চলে আসায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। একই সাথে গরু ও ফেন্সিডিল ব্যবসায়ী বাংলাদেশের ইছাখালি গ্রামের আক্তারের ছেলে আমিরকে আটক করে বিজিবি সদস্যরা। এ মূহূর্তে আটককৃত সদস্যকে বিজিবি ক্যাম্প কতৃপক্ষ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানা গেছে।
বিজিবি বাজিতপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল খালেক বলেন,বিএসএফ সদস্য সীমানা পেরিয়ে বাংলাদেশে অস্ত্র সহ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। আজ বিকেল ৪ টায় ১৭/৩ এস মেইন পিলারের কাছাকাছি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবি জানায়,আজ সোমবার দুপুর ২ টার দিকে ভারতের শাহপুর ক্যাম্পের বিএসএফ সদস্য আর কে পিপল গরু ও ফেন্সিডিল ব্যবসায়ী আমির নামের একজনকে সীমান্ত থেকে তাঁড়িয়ে বাংলাদেশী ভূখন্ডে চলে আসে। এসময় বাজিতপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।