মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে গণ মিছিলটি শহরের পন্ডের ঘাট ও সড়ক বিভাগের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।