গাংনী প্রতিনিধি:
আগামীতে জাতীয় কৃষক সমিতির মেহেরপুর জেলার শাখার সম্মেলন ও ৩০ এবং ৩১ মে ঢাকায় জাতীয় সম্মেলননে যােগদান উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির মেহেরপুর জেলা শাখার আহবায়ক সােহরাব হােসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাবুদ। এসময় বক্তব্য রাখেন পার্টির জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামীতে মেহেরপুর জেলা কৃষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন,সেই সাথে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা এবং আগামী ৩০ ও ৩১ মে জাতীয় কৃষক সমিতির সম্মেলনে যােগদানের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়