মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারী:
মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর স্মরনে আয়োজিত বিশাল জনসভা শুরু হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তর থেকে বিএনপি নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ সামসুজ্জোহা পার্কের জনসভা মঞ্চে।
আজ বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে ইতিমধ্যে মেহেরপুরে পৌছিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। জনসভায় সভাপতিত্ব করবেন মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন।স্বাগত বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এছাড়াও বক্তব্য রাখবেন স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ মূহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন দলীয় নেতাকর্মীরা।
মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন জানান,জনসভার প্রধান অতিথি দুপুরের খাবার শেষে বিশ্রাম নেন। আসরের নামাজ শেষে জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ।