মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:
মেহেরপুর-সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রামে শুক্রবার রাতে ৩ বাড়িতে ডাকাতি হয়েছে। ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল বন্দর গ্রামের ইস্রাফিল ইসলাম, মুদি ব্যবসায়ী কায়েশ সেখ ও মুজিবর রহমানের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।