বিশেষ প্রতিবেদন

অগ্নিদগ্ধ মেহেরুন্নেসার মৃত্যু

By মেহেরপুর নিউজ

November 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধু মেহেরুন্নেসা ১১দিন মৃত্যুর সাতে পাঞ্জা লড়ে আবশেষে মারা গেছে। রোববার দুপুর ২ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, প্রায় ১৫ বছর পূর্বে বিদ্যাধরপুর গ্রামের ইজারুল হকের ছেলে আজিজুল হকের সাথে সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত নুর বক্সের মেয়ে মেহেরুন্নেসার বিয়ে হয়। বিয়ের পর তার কোলে জুড়ে ২টি পূত্র সন্তান জন্ম নেয়। ৫/৬ বছর পূর্বে তার জামাতা আজিজুল হক মালয়েশিয়া পাড়ি জমান। তার পর থেকে শশুর,শাশুড়ি ও দুই ননদ মিলে মেহেরুন্নেসার ওপর নির্যাতন শুরু করে। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার শশুর বাড়ির  কেউ মেহেরুন্নেসার পরিহিত শাড়িতে এসিড লাগিয়ে দেয়। দুপুরের দিকে বাড়ির ছাদে রান্নার কাজ করার সময় হঠাৎ করে তার পরিহিত কাপড়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে তার পুরো শরির আগুনে ঝলসে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে। সেখান থেকে আশার ভরসা না পেয়ে তার পরিবার থাকে ফেরৎ নিয়ে এসে প্রথমে বাড়িতে পরে আবারো মেহেরপুর জেনারেল হাসপাতালে ভতে রেথে দেয়। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা ভর্তি করে। অবশেষে চিকিৎসাধীন অবস্খায় রোববার দুপুরে সে মারা যায়। এদিকে মেহেরুন্নেসার লাশ তার পিতার বাড়ি হরিরামপুরে নেয়া হয়েছে। সেখানেই দাফন সম্পন্ন করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।