বর্তমান পরিপ্রেক্ষিত

অগ্রাধিকার ভিত্তিতে মেহেরপুর পৌর এলাকার উন্নয়ন করার– জেলা প্রশাসক সাহান আরা বানু

By মেহেরপুর নিউজ

January 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু অগ্রাধিকার ভিত্তিতে মেহেরপুর পৌর এলাকার উন্নয়ন করার জন্য নির্বচিত প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন।

জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু  বুধবার মেহেরপুর পৌরসভা মিলনায়তনে কাউন্সিলরদের সাথে মত বিনিময়কালে ওই আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, কাউন্সিলর ফয়েজউদ্দিন, মনিরুল ইসলাম, আব্দুল­াহ আল মামুন বিপুল, আল মামুন, আব্দুল­াহ বিন হাশেম, ইনতিয়াজ হোসেন ইন্তাজ, মনোয়ারা খাতুন, মনোয়ারা বেগম, বেদানা খাতুন, এন ডি আসলামউদ্দিন, পৌর সচিব হুমায়ন কবির প্রমুখ।