ব্যবসা ও বানিজ্য

অজ্ঞান পার্টির খপ্পড়ে এবার বাঁশ ব্যাবসায়ী

By মেহেরপুর নিউজ

June 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:

পরিবহন বাসে বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পড়ে এবার পথে বসেছে খলিশাকুন্ডির  বাঁশ ব্যাবসায়ী মোতালেব হোসেন। প্রতারকরা তাকে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে তার কাছে থাকা বাঁশ বিক্রি করা নগদ টাকা ও মোবইল সেট নিয়ে সুকৌশলে চরে যায়। বর্তমানে বাঁশ ব্যাবসায়ী মোতালেব মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসাপতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন, বাঁশ ব্যাবসায়ী মোতালেব কে প্রতারকরা খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে থাকতে পারে। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত

জানা যায়,আজ ২৮ জুন সকালের দিকে কুস্টিয়া  জেলার মীরপুর উপজেলার খলিশাকুন্ডি মালিপাড়া গ্রামের মোকাদ্দেস মন্ডলের ছেলে  বাঁশ ব্যবসায়ী মোতালেব হোসেন কুস্টিয়া থেকে যাত্রীবাহী একটি বাসে বাড়ি ফেরার পথে যাত্রীবেশী প্রতারক কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর

গাড়ির ভিতরে অচেতন হযে পড়ে। প্রতারকরা তাকে অচেতন অবস্থায় রেখে করে টাকা পয়সা  মোবাইল সেট নিয়ে পথিমধ্যে নেমে যায় । পরে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে তাকে অজ্ঞান অবস্থায় বাসের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় ।