মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার মো: জামিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার বিকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ জামিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রমুখ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামকে ক্রেস ও ফুলের তোলা প্রদান করা হয়। জামিরুল ইসলামকে মেহেরপুর জেলা পুলিশ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলী করা হয়েছে।