বর্তমান পরিপ্রেক্ষিত

অতিরিক্ত সচিবের সাহারবাটিতে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন

By মেহেরপুর নিউজ

July 08, 2023

মেহেরপুর নিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটিতে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সাহারবাটিতে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।