মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর জেলা একাদশ জয়লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় মেহেরপুর জেলা একাদশ ৮ উকেটের বড় ব্যবধানে বরিশাল একাদশকে পরাজিত করে। টস জিতে মেহেরপুর জেলা একাদশ প্রথমে বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল জেলা একাদশ ৩৩ ওভারে ৮৫ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরে পক্ষে জিহান ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশ ১৬ ওভারে ২ হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মেহেরপুরের পক্ষে আলিফ সর্বোচ্চ ৩৯ রান করেন।