ফুটবল

অনূর্ধ্ব-১৬ মেহেরপুর জেলা ক্রিকেট দলের নাম ঘোষণা

By মেহেরপুর নিউজ

February 03, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পটুয়াখালীতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব- ক্রিকেটে অংশগ্রহণের লক্ষ্যে অনূর্ধ্ব-১৬ মেহেরপুর জেলা ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে।

মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন অনূর্ধ্ব-১৬ দলের ১৪ সদস্যের নাম ঘোষণা করেন। দলের অধিনায়ক করা হয়েছে জিহানকে। ১৪ সদস্যের দলে অন্যরা রয়েছেন নাঈম, পারভেজ, হাসিবুল, সাব্বির, আলিফ, সিয়াম, সোহানুর, ইমন, রিসাত, সোহান খান, সাগর, হিমেল এবং রায়হান। আগামী রবিবার পটুয়াখালী মাঠে বরিশাল জেলা দলের সাথে প্রথম খেলায় অংশগ্রহণ করবে মেহেরপুর জেলা দল।