ক্রিকেট

অনূর্ধ্ব ১৭-২১ ক্রিকেট টুর্নামেন্টের মেহেরপুর জেলা দল ঘোষনা

By মেহেরপুর নিউজ

December 18, 2021

মেহেরপুর নিউজ:

মাগুরায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৭-২১ এর ২০২১-২০২২ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি)’র ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে এম কে এস পি দলের নাম ঘোষণা করা হয়। মেহেরপুরের প্রাক্তন ক্রিকেটার সোহেল আহমেদ দলের ১৪ জনের নাম ঘোষণা করেন। এতে অধিনায়ক করা হয়েছে ওমরকে।

দলের অন্য সদস্যরা হলো ডায়ান, প্লাবন, আসিফ,রিসান মুস্তাকিন, মাসুম, রেদওয়ান,রণবীর, জাকিরুল, ইউসুফ, সৈকত, সোহান এবং আসিফ।দলে কোচ করা হয়েছে মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলোন এবং সহকারী কোচ করা হয়েছে আসাদুর রহমান অনুকে।

এদিকে নাম ঘোষণার পরপরই দলের ১৪ জন সদস্যের হাতে জার্সি তুলে দেয়া হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে যাত্রী তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলন, সহকারী কোচ আসাদুর রহমান অনু, সাবেক ক্রিকেটার সোহেল আহমেদ প্রমূখ।