ক্রিকেট

অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দল ৯ উইকেটে জয়ী

By মেহেরপুর নিউজ

November 05, 2019

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ২০১৯-২০ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দল ৯ উইকেটে মাগুরা জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে এ খেলা অনষ্ঠিত হয়। খেলার প্রথমে ব্যাটিং করতে নেমে মাগুরা জেলা ক্রিকেট দল ৪৮ ওভার ৫ বল খেলে ১২৭ রানে অলআউট হয়ে যায়। মেহেরপুর জেলা ক্রিকেট দলের খালিদ হাসান, রেদুয়ান খান, জাহিদুল ইসলাম ও মামুন মিয়া ২ টি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা ক্রিকেট দল ১ উইকেট হারিয়ে ৩৩ ওভার ৫ বলে ১৩১ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মামুন মিয়া ৬৭ ও নাইম ইসলাম ৫৩ রান সংগ্রহ করে।