বিশেষ প্রতিবেদন

অপহরনের ১৫ দিনের মাথায় মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে তমা কে উদ্ধার করেছে পুলিশ ।। তমার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

By মেহেরপুর নিউজ

June 09, 2012

ফলোআপ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন: মেহেরপুর শহরের বোষ পাড়ার আব্দুস ছাত্তারের ৭ম শ্রেণী পড়ুয়া  কন্য তমা আক্তার কে অবশেষে অপহরনের ১৫ দিনের মাথায় মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। তবে অপহরন কারী সোহাগ কে আটক করতে পারেনি পুলিশ। তমা কে পরিবারের নিকট হস্তান্তর না করে  মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শনিবার তমার মেডিকেল পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে। মেহেরপুর সদর থানার এস আই মেহেদী হাসান জানান, গত বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে অপহৃত তমা কে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী সোহাগ সহ তার সহযোগিরা পালিয়ে যায়। তাদেরকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। উলে­খ্য, মেহেরপুর শহরের বোষ পাড়ার আব্দুস ছাত্তারের ৭ম শ্রেণী পড়ুয়া  কন্য তমা আক্তার কে গত ২২মে সোমবার মধ্যে রাতে ঘরের গিরিল ভেঙ্গে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসিরা। মেয়ের পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে মালো পাড়ার রফিকুলের ছেলে সোহাগ সহ অজ্ঞাত কয়েক  জন কে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা করে মামলা নাম্বার – ২৪। মামলার বিবরনে জানা গেছে,  শহরের বোষ পাড়ার আব্দুস সাত্তারের ৭ম শ্রেণী পড়ুয়া  কন্য তমা আক্তার গত ২২ মে সোমবার রাত্রিতে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল সোমবার  মধ্যে রাতে শহরের মালো পাড়ার রফিকুলের পুত্র সোহাগ (১৮) সহ তার সন্ত্রাসি বাহীনি নিয়ে আব্দুস সাত্তারের বাড়ির ভিতরের তমার ঘরের গিরিল ভেঙ্গে তমাকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তমার মা নিলুফা খাতুন মেয়ে কে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করলে তমার ঘরের ভিতর থেকে কোন সাড়া না পেয়ে তমার মা বিষয় টি পরিবারের লোকজন কে জানালে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখে তমা নেই তার ঘরের জানালার গিরিল ভাঙ্গা।