কবিতা

অপ্রেমের অদ্ভুত আলাপ

By মেহেরপুর নিউজ

January 14, 2020

অপরাজিতা অর্পিতা:

একে একে নিভে যায় শহরের সমস্ত বাতি।

নেমে আসে নিঝুম রাত আকাশের গা বেয়ে।

কিছু প্রেম পায় পূর্ণতা আর কিছু প্রেম হারিয়ে যায় অনেক অপূর্ণতায়।

রাত প্রহরীর বাঁশিও একসময় ক্লান্ত হয়ে থেমে যায়,

থেমে যায় বিলাপ করে ডেকে ওঠা কুকুরের ডাক

আর ওপাড়ার নবজাতকের কান্নার ধ্বনি।

এই সব থমকে যাওয়া রাতে জল তেষ্টার মতো

আমার কখনো কখনো ভীষণ প্রেম তেষ্টা পায়।

সেই তেষ্টা মেটাতেই পুনরায় জন্ম নিই

আমি আর আমার যাবতীয় অপ্রেমের অদ্ভুত সব আলাপ।

আগামী অমর একুশে গ্রন্থ মেলা ২০২০  এ প্রেম, অপ্রেম বিষাদ, বিচ্ছেদ, বিরহ; আরো নাম না জানা অব্যক্ত সব অনুভূতির প্রতিচ্ছবি নিয়ে সাজানো অপরাজিতা অর্পিতা‘র তৃতীয় বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ ” অপ্রেমের অদ্ভুত আলাপ”, আসছে আগামী প্রকাশনী থেকে।

এছাড়াও একুশে বই মেলা, ২০২০  অপরাজিতা অর্পিতা‘র প্রথম অনুগল্প সংকলন “অব্যক্ত হৃৎকথণ” পাওয়া যাবে আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে এবং প্রথম কাব্যগ্রন্থ “শব্দের বেখেয়ালি আঁচড়” পাওয়া যাবে নহলীর স্টলে (স্টল নং ৩৭২)