বিশেষ প্রতিবেদন

অবশেষে টিয়া পাখি’র মালিকানা নিয়ে গ্রাম আদালতে মামলা

By মেহেরপুর নিউজ

June 18, 2012

তুহিন আরণ্য,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন: টিয়া পাখির মালিকানার দাবিতে মামলা গড়িয়েছে গ্রাম আদালত অবধি। দুই পক্ষের ভাষ্য, প্রয়োজনে তারা উচ্চ আদালত পর্যন্ত যেতে রাজি আছে। তবু পাখিটি তাদের চাই-ই। ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ (ইউপি) গ্রাম আদালতের। এদিকে মামলার রায় দেওয়া নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন গ্রাম আদালতের বিচারক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অভিযোগকারী আমঝুপি কারিগরপাড়ার জাহান আলী (৪৯) বলেন, তিনি ২০০০ সালে বাচ্চা অবস্থায় টিয়াটি সংগ্রহ করে পোষেন। পাখিটির নাম দেন ‘মিঠু’। তাঁদের সন্তান না থাকায় পাখিটি সন্তানতুল্য হয়ে ওঠে। ২০১০ সালের আগস্টে ঝড়ের দিনে পাখিটি নিখোঁজ হয়। দুই মাস আগে তিনি জানতে পারেন, পাখিটি আমঝুপি মসজিদপাড়ার আহম্মদ আলীর বাড়িতে আছে। তিনি পাখিটিকে নিজের পোষা বলে দাবি করে সেটি ফেরত চান। এমনকি বিনিময়ে সাত হাজার টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আহম্মদ আলী পাখিটি না দেওয়ায় তিনি গ্রাম আদালতে মামলা করেন। অন্যদিকে আহম্মদ আলীর দাবি, ‘পাখিটি আমাদের। গ্রাম আদালতে মামলা হয়েছে, হোক। প্রয়োজনে পাল্টা মামলা করব। হাইকোর্ট-সুপ্রিম কোর্টে যাব। তবু টিয়া দেব না।’ তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের (৪০) দাবি, তিনি চার বছর ধরে পাখিটি পুষছেন। পাখিটিকে তিনিই কথা বলা শিখিয়েছেন। আদালতের বিচারক আমঝুপি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বর্তমানে টিয়াটি মামলার বিবাদী আহম্মদ আলীর কাছে আছে। তিনি বলেন, মামলার তিনটি ধার্য দিন গেছে। দুই পক্ষই পাখির মালিকানার দাবিতে অনড়। এবার তিনি পাখিসহ দুই পক্ষকে আদালতে হাজির হতে নোটিশ দেবেন। আদালতে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের মতামত নিয়ে পাখিটির মালিকানার রায় দেওয়া হবে। এ ব্যাপারে গাংনী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এনামুল আযীম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বনের প্রাণী খাঁচাবন্দী করে পোষার কোনো আইন নেই। তাই পাখিটি ছেড়ে দেওয়া উচিত।