জাতীয় ও আন্তর্জাতিক

অবশেষে মারা গেলেন এরফান আলী ।। হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

June 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ জুন: প্রতিপক্ষের হামলায় আহত যাদবপুর গ্রামের এরফান অালী ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মরাদেহ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মেহেরপুরে পৌছিয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে শনিবার বিকেল পৌনে ৬ টার দিকে  হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারে দাবীতে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে লাশ সামনে রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ২৪ জুন সদর উপজেলার ফয়জুর্দ্দিনের ছেলে এরফান রাজাপুর গ্রামে বসবাসকারী তার ২য় স্ত্রীর বাড়িতে যায়। এসময় তার স্ত্রীর প্রথম পক্ষের ছেলেরা তার ওপর হামলা চালায়। এতে সে মারাত্নক আহত হয়। প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে করলেও অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।এঘটনায় নিহতের ছেলে আরিফ বাদী হয়ে রাজাপুর গ্রামের এলাই, আব্দুর রাজ্জাক,শাহাজামাল ও তাজিমুলকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা করে।