মেহেরপুর নিউজ:
অবশেষে মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি, সঙ্গে প্রচন্ড ঝড় হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে ঝড় এবং বৃষ্টি হয়। গ্রীষ্মকালের মাঝামাঝি সন্ধ্যার দিকে মেহেরপুরে আকাশে প্রচন্ড ঘনো কাল মেঘে ছেঁয়ে যাই। এরপর প্রচন্ড ঝড় এবং পরে কাঙ্খিত বৃষ্টি হয়।
ঝড় এবং বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। এ সময় মেহেরপুর শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বিহীন মেহেরপুর শহর মূলত ভুতুড়ে নগরীতে পরিণত হয়। সারাদিনে দাবদাহের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিল। সন্ধ্যার সময় বৃষ্টির কারণে জনমনে প্রশান্তি এনে দেয়। ঝড় এবং বৃষ্টি শুরু হওয়ার পর মানুষজন নিরাপদ আশ্রয় চলে যান। এ সময় শহরের প্রধান সড়ক গুলোতে স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।