বর্তমান পরিপ্রেক্ষিত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর হালদার পাড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল মনসুর, জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ রমজান আলী, কোষাধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।