আইন-আদালত

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

March 11, 2020

মেহেরপুর নিউজ:

অবৈধভাবে বালু উত্তোলন করায় মেহেরপুরের পিরোজপুর গ্রামে বানিয়াজ ও সিন্দু নামের দুই ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দু’ব্যক্তির জেল দেয়া হয়।

সাজাপ্রাপ্ত বানিয়াজ সদর উপজেলার পিরোজপুর গ্রামের তৌহিদ আলীর ছেলে এবং সিন্ধু একই গ্রামে রিয়াজতুউল্লাহর ছেলে। মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনউদ্দিন আদালত পরিচালনা করেন।

জানা গেছে ওই দুই ব্যক্তি রঘুনাথপুর পশ্চিম পাড়ার আনোয়ার এর বাড়ির সামনের পুকুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারা লঙ্ঘন করায় ধারায় বানিয়াজ ও সিন্ধু আলীর সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়।