বর্তমান পরিপ্রেক্ষিত

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মেহেরপুরে দুই প্রাথমিক শিক্ষক আটক

By মেহেরপুর নিউজ

September 27, 2016

মেহেরপুর নিউজ,২৭ সেপ্টেম্বর: ভারতীয় ভুখন্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল আলম সাগর ও রবিউল ইসলাম রিন্টুকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে আদালতে পাঠিয়েছে। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের ১১৭ নম্বর মেইন পিলার নিকট থেকে তাদের দুজনকে আটক করেন বুড়িপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মিজানুর রহমান। এসময় মিনারুল ইসলাম নামের একজন পালিয়ে যায়। অভিযানে একটি বাজাজ মোটরসাইকেল ও ৩টি মোবাইল উদ্ধার করেছে বিজিবি। আটক সাইদুল আলম সাগর বিএডিসি পাড়ার খসরু আলমের ছেলে এবং রবিউল ইসলাম রিন্টু পৌর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামের আনছারুল হকের ছেলে। বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদে খবর পাওয়া যায় দুজন বাংলাদেশী ভারতীয় সীমান্ত থেকে মাদ্রক গ্রহণ করে দেশে নিয়ে আসছে । এমন খবরের ভিত্তিতে সীমান্তের ১১৭ নম্বর মেইন পিলারের নিকট অভিযান চালানো হয়। এসময় ভারতীয় সীমান্তের ২০০ গজ ভিতর থেকে সাইদুল আলম সাগর ও রবিউল ইসলাম রিন্টুকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তাদের তল্লাশি করলেও তাদের কাছে কোনো কিছু পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে সদর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে দুই প্রাথমিক শিক্ষককে বিজিবি আটক করে মামলা দিয়ে মঙ্গলবার সকালে থানায় হস্থান্তর করে। পরে আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন কালের কন্ঠকে বলেন, শুনেছি বেলতলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু সহকারী শিক্ষককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি আটক করে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।