টপ নিউজ

অবৈধ আলগামন দিয়ে এবার ধান মাড়াইয়ের কাজ

By মেহেরপুর নিউজ

May 27, 2020

মেহেপুর নিউজ:

নানান কাজের কাজী অবৈধ আলগামন দিয়ে এবার ধান মাড়াইয়ের কাজ করা হলো। একটা সময় ছিল যখন ধান, গম, ছোলা, মসূরী, খেসারি সহ বিভিন্ন কৃষিপণ্য ঘরে তোলার জন্য ফাঁকা পরিত্যক্ত পড়ে থাকা জমিতে (যাকে খামার বলা হতো) শুকনো ফসল জড়ো করে রাখার পর একাধিক গরু সারিবদ্ধ ভাবে বেঁধে দাঁড় করিয়ে ওই ফসলের উপর ঘন্টার পর ঘন্টা ঘোরানোর ফর কৃষক তার ফসল ঘরে তুলতো।

গরু দিয়ে ফসল মাড়াকে বলা হতো মলন দেওয়া । কালের বিবর্তনে সেই গরু দিয়ে মলন মাড়া অনেক আগেই বিলীন হয়ে গেছে । আধুনিক যুগের কৃষকরা এখন ট্রাক্টর সহ নানা ধরনের মেশিন দিয়ে জমির ধান জমিতে কেটে মাড়াই করে ঘরে তুলছেন।

এদিকে আধুনিক প্রযুক্তিতে নতুন হিসেবে জায়গা করে নেওয়া আলগামন নসিমন-করিমন নানান কাজের কাজী হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইঞ্জিন চালিত অবৈধ আলগামন যাত্রী বহন করা সহ বিভিন্ন কাজে তাকে ব্যবহার করা হচ্ছে।

আর বিভিন্ন কাজের মধ্যে দেখা গেল আলগামনকে দিয়ে ধান মাড়াইয়ের কাজ করতে। ধীরগতিতে গরু দিয়ে ধান মাড়াই পরিবর্তে আলগামন দিয়ে দ্রুতগতিতে ধান মাড়াইয়ের কাজ অচিরেই জনপ্রিয়তা লাভ করবে বলে কৃষকদের ধারণা।