বর্তমান পরিপ্রেক্ষিত

অভিনয় কায়দায় বিকাশ থেকে ২৩ হাজার টাকা তুলে নিলে প্রতারক চক্র

By মেহেরপুর নিউজ

August 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ আগষ্ট: অভিনব কায়দায় মোবাইল ফোনের পিনকোড নিয়ে বিকাশে আসা ২৩ হাজার টাকা তুলে নিয়েছে প্রতারক চক্র। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের হক সাহেব নামক এক বীজ ব্যবসায়ীর মোবাইল থেকে টাকা তুলে নেওয়া হয়। শুক্রবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে গতকাল শুক্রবার বিকালের দিকে সদর উপজেলা হরিরামপুর গ্রামের দেলবার মন্ডলের ছেলে হক সাহেবের ০১৯৪৩৯৬০৩৮১ বিকাশ নাম্বারে ঢাকা থেকে আসা ১৫ হাজার টাকা, এর আগের ৮ হাজার টাকা সহ মোট ২৩ হাজার টাকা ছিল। টাকা তুলতে সে মেহেরপুর আসার পর ০১৭৩২৭৩৫৫৪৬ ও ০১৮৭৮৪১৯২৯৭ নাম্বার থেকে তাকে ফোন করে হেড অফিসের পরিচয় দিয়ে বলা হয় আপনার বিকাশে টাকা গেছে পুরাতন পিনকোড টাকা তোলা যাবেনা, আপনার পিনকোর্ড বলুন আমরা আপনার নতুন পিনকোড দিচ্ছি। তার পর টাকা পেয়ে যাবেন। পর পর ঐ ২টি নাম্বার থেকে ১১ বার ফোন দেওয়া হয় বলে হক সাহেব জানান। এর পর হক সাহেব পিনকোড নং দেওয়ার পর পরই তার বিকাশ একাউন্ট নাম্বার থেকে পুরো ২৩ হাজার টাকা তুলে নিয়ে তার মোবাইল বন্ধ করে দেয়।