আইন-আদালত

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে – – – ডিআইজি এস এম মনিরুজ্জামান

By মেহেরপুর নিউজ

February 22, 2016

মেহেরপুর নিউজ,২২ ফেব্রুয়ারি: বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় বিশাল এই পুলিশ বাহিনীর ভাবমূর্তি বা ইমেজ সংকট হয়েছে তা কিন্তু নয়। সাধারণ অপরাধীদের মতই অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। পুলিশ বাহিনী সকলের নিরাপত্তা বিধান করে উল্লেখ করে তিনি বলেন, দুটি একটি ঘটনা ঘটতেই পারে। সেগুলো বড় আকারে না দেখে পুলিশের সেবার দিকে তাকালে সেটি কিছুই নয় বলে মনে হবে। বিশাল এই বাহিনীকে আরো সুন্দর ও সু-শৃংখল করে

গড়ে তোলার লক্ষ্যে যতটুকু নজর দেওয়া দরকার সে বিষয়ে আমরা বদ্ধপরিকর। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ক্যাম্প নিয়ে এস এম মনির-উজ-জামান বলেন, মেহেরপুর এককালে ছিল আতঙ্কিত জনপদ। পুলিশ নিরন্তর কাজ করে সেই আতঙ্ক কাটিয়ে তুলেছে। সে সময় এই এলাকার মানুষের সহযোগীতায় পুলিশের অনেক ক্যাম্প ও ফাঁড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছিলো মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। পুলিশ বিভাগ এখন স্থায়ী ক্যাম্প করার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্খানে পাকা ক্যাম্প করা হয়েছে। খুব ¯^ল্প সময়ের মধ্যে মেহেরপুরের বাকী অস্থায়ী ক্যাম্পগুলোও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সড়িয়ে নিয়ে স্খায়ী ভাবে স্থাপন করা হবে। প্রধান ফটক উদ্বোধন শেষে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভাগীয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআইজি এস এম মনির-উজ-জামান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশিদুল ইসলাম, খুলনার আর আর এফ কমান্ড্যান্ট আলী আহমদ খান।