বর্তমান পরিপ্রেক্ষিত

অযত্ন ও অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে মুজিবনগরের আম্রকানন

By মেহেরপুর নিউজ

April 16, 2013

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ এপ্রিল: কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে মুজিবনগরের ঐতিহাসিক আম্রকানন। পরিচর্যার অভাবে মরে যাচ্ছে আম গাছ। পঁচে নষ্ট হচ্ছে বাগানে। ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে বাগানের সৌন্দর্য থেকে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের এই আম্রকাননে আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়। এই আম্রকাননকে ঘিরে গড়ে উঠেছে স্মৃতি সৌধ, মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি মানচিত্র। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। এই স্থানের প্রধান আকর্ষণ এই আম বাগান। বাগানের যেখান থেকেই দেখা যাকনা কেন আম গাছের সারী দেখা যাবে। শতবর্ষী এই বাগানে আম গাছ ছিল সাড়ে ১২’শ। কর্তৃপক্ষের অবহেলায় মরে গেছে শতাধিক গাছ। যা আজও অপসারন করা হয়নি এবং নতুন করে কোনো গাছও লাগানো হয়নি।

মুজিবনগর এলাকাবাসি হাসান আলী জানান, এক সময় এই বাগানে আমের গাছ ছিল ১২’শ ৬০টি। বর্তমানে গাছ মরে ১১’শ ৬০টিতে দাড়িয়েছে। এই গাছ মরার কারনে এই বাগানের সৌন্দর্য দিন দিন হারিয়ে যাচ্ছে। গাছ মরে বাগান ফাকা হওয়ায় দর্শনার্থীরাও এখন এই বাগানের সৌন্দর্য খুঁজে পায়না। দর্শনার্থীরা মনে করেন, এই কমপ্লেক্সের প্রধান আকর্ষণ এই আম বাগান। এই বাগানের গত ৩০ বছরের স্মৃতি নিয়ে স্মৃতিসৌধের কেয়ার টেকার সুভাস মল্লিক জানান,অতি সত্ত্বর মরা গাছগুলো অপসারন সহ নতুন গাছ লাগানোর দরকার। তা না হলে এই মুজিবনগরের আম্রকাননের ইতিহাস হারিয়ে যাবে। এদিকে কর্তৃপক্ষ মরা গাছ গুলো অপসারন করার বার বার আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন জানান, আমরা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে বলেছি যে গাছ গুলো রোগে আক্রান্ত হয়েছে এবং যেসব গাছ মরে যাচ্ছে সে গুলো কে সংরক্ষন করা জন্য বলা হয়েছে। আর মরা গাছ গুলো কে টেন্ডার দেওয়ার জন্য মুজিবনগর উপজেলা কমিটি কে বলা হয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর কমিটি টেন্ডারের মাধ্যমে গাছ গুলোকে অপসারন করবে।