ব্যবসা ও বানিজ্য

অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

By মেহেরপুর নিউজ

January 15, 2017

ডেস্ক রিপোর্ট, ১৫ ডিসেম্বর:

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ‘চলতি অর্থবছরের প্রথম ছয়মাসের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করে দেখা গেছে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংক ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। যা সংস্থাটির জন্য একটি ভালো প্রজেকশন। কারণ সংস্থাটি অতীতে এতো ভালো প্রজেকশন দেয়নি।’

তিনি আরও বলেন, ‘কৃষি, সেবা ও শিল্প খাতের ওপর ভিত্তি করেই প্রধানত জিডিপি প্রবৃদ্ধি বাড়ে। তবে এ ক্ষেত্রে শ্রমিকের অভাবে কৃষিতে প্রবৃদ্ধি সামান্য কমেছে। কিন্তু অমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষি খাত যান্ত্রিকীকরণ করার।’

মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আমরা আধুনিকীকরণ করবো। কারণ তারা সঠিক সময় সঠিক তথ্য দিতে পারে না। তাদের জনবল ঘাটিতি রয়েছে। সেগুলো আমরা পূরণ করবো।  এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজকে (বিআইডিএস) বিশ্ববিদ্যালয়ের আদলে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে। এখানে আধুনিক কিছু বিষয় সংযোজন করে ছাত্র ভর্তি করা হবে। যেখানে তারা অভিজ্ঞ হবে। এটিকে আধুনিকীকরণ করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।’