জাতীয় ও আন্তর্জাতিক

অলস জীবন যাপন না করে পরিশ্রমী হতে হবে–লোকমান হোসেন মিয়া

By মেহেরপুর নিউজ

July 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ জুলাই: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, একটা ছাগল পাললে বছরে ২টা বাচ্চা দিবে। কপাল ভাল হলে আরো বেশি দেবে। তাই অলস জীবন যাপন না করে পরিশ্রমী হতে হবে। বেশি বেশি ছাগল পালতে হবে। তিনি মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মদনাডাঙ্গা গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠকে এসব কথা বলেন। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা মদনাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান।

বৈঠকে বিভাগীয় কমিশানর বলেন, ১৮ বছরের নিচে বিয়ে হওয়ার তে ক্ষতি। আপনারা যারা মহিলা আছেন তারা ভালো করেই জানেন। তিনি আরোও বলেন, ১৮ বছরের আগে মেয়ের এবং ২১ বছরের আগে ছেলে বিয়ে নয়। সাথে সাথে ১টি কিংবা ২টি’র বেশি সন্তান নয়। তিনি বলেন, আপনাদের যে কোন সমস্যার সমাধানে আমরা আছি। তিনি বলেন আগে আপনাদের পরনের কাপড়-চোপড় ভাল ছিলনা, এখন ভাল আছে, কেন আছে।