শিক্ষা ও সংস্কৃতি

অশ্রু সিক্ত নয়নে বিদায়

By মেহেরপুর নিউজ

September 01, 2015

মেহেরপুর নিউজ,০১ সেপ্টেম্বর: ১৯৮৫ সালে প্রতীষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৩০ বছর একই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মজীবন শেষ করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেণ মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনছার উদ্দিন বেলালী। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব উল আলম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, হযরত আলী, মাহবুবুর রহমান, মো: সোলামান, মিজানুর রহমান, খায়রুল আলম, মো: হাসানুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে শাজাহান কবির, তাওহীদুল ইসলাম, আব্বাস আলী, জাহিদুল ইসলাম, উম্মে তাহেরা, ইয়াসিন আলী ছাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেণ আলিম ২য় বর্ষের শিক্ষার্থী সাব্বির হুসাইন। বিদায়ী অধ্যক্ষ তার অশ্রুসিক্ত নয়নে তার বক্তব্যে বলেন, আমার কলিজা দিয়ে মাদ্রাসাটিকে আমি সেবা দেয়ার চেষ্টা করেছি। কতুটুকু পেরেছি জানি না। কর্মস্থলে অনেকের সাথে হয়তো কর্মের খাতিরে কঠোর হয়েছি। সে সকল কথা মনে না রেখে আমাকে ক্ষমা করবেন। শিক্ষাথীদের উদ্যেশে তিনি বলেন, তোমরা জাতির সেবক। সেবার মনমানসিকতা নিয়ে লেখাপড়া করবে। অবশ্যই তোমরা কামিয়াবি হবে। পরে বিদায়ী অধ্যক্ষ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।