শিক্ষা ও সংস্কৃতি

অসুস্থ হওয়ায় পরীক্ষার খাতায় লিখতে পারছে না দাখিল পরীক্ষার্থী রাজিয়া

By মেহেরপুর নিউজ

February 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় দাখিল পরীক্ষার অাজ অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্রের খাতায়  কিছুই লিখতে পারছে না রাজিয়া খাতুন নামের এক পরীক্ষার্থী। ফলে একটি বছর তার জীবন থেকে নষ্ট হবার উপক্রম তৈরি হয়েছে। রাজিয়া খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাদ্রাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষা অংশ নিয়েছে। সে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তার রোল নং-৪২৮৬১৯। রাজিয়া দারিয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। রাজিয়া খাতুনের মা আলেয়া খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে রাজিয়া ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে তার ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে তাকে মাদ্রাসা কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু অতিরিক্ত অসুস্থ থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করেও সে কিছুই লিখতে পারছে না। এদিকে, পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার জন্য কেন্দ্র সুপারকে নির্দেশ দেন।

কেন্দ্র সুপার অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হলেও সে সকলের সাথে পরীক্ষা দিতে চেয়েছে বলে তিনি জানান।