বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুররে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের জেল

By মেহেরপুর নিউজ

November 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ নভেম্বর :

অস্ত্র রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতে বিচারক মো:তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাস মহল গ্রামের ইয়ানবীর ছেলে। মামলার বিবরনে জানাগেছে ২০০৯ সালের ২২শে মার্চ গাংনী র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে খাস মহল গ্রামের হাফিজুল ইসলামের বাড়ি তল্লাশী চালিয়ে দেশি তৈরী ১টি এসজি সাটার গান উদ্ধার করে।

এ ঘটনায় অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৬। জি আর কেস নং ১০৫/৯। স্পেশাল ট্রাইবুনালে কেস নং ৩৬/৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক  তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষের এপিপি এম এম রুস্তুম আলী ও আসামী পক্ষের এ্যাড. খন্দকার একরামুল হিরা কৌশিলী ছিলেন।