জাতীয় ও আন্তর্জাতিক

অাপডেট :: গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নালান এলাকার চিহিৃত সন্ত্রাসী

By মেহেরপুর নিউজ

May 18, 2017

মেহেরপুর নিউজ,১৮ মে: মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত নালান হোসেনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। সে গাংনী উপজেলা বামন্দি এলাকার চিহিৃত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল বলে পুলিশ ও এলাকাবাসী দাবি করেছে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। গতকাল দুপুরে মেহেরপুর মর্গে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আরো জানান, বন্দুকযুদ্ধে নিহত নালান হোসেন এলাকার শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে দেবীপুর গ্রামের আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান বেল্টুসহ চারটি হত্যা, চক কল্যানপুর গ্রামের কৃষক মোশাররফ হোসেন অপরহণ, ডাকাতি, বিস্ফোরকসহ গাংনী থানায় ৮টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ইটভাটায় চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। তিনি জানান, বন্দুকযুদ্ধে নিহত নালানের সহযোগীদের আটক করতে অভিযান চলছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোঁখতালা নামক স্থানে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশ লক্ষ্য করা গুলি বর্ষন করে। এসময় পুলিশও পাল্টা গুলি বর্ষন করে। গোলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নালান কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন ও কনষ্টেবল আব্দুল হক আহত হন। এসময় ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শার্টারগান, একরাউন্ড বন্দুকের গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং ২১ হাত রশি উদ্ধার করা হয়। একই সঙ্গে গুলিবিদ্ধি অবস্থায় নালানকে এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নালানকে মৃত ঘোষনা করেন এবং আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেন।