বর্তমান পরিপ্রেক্ষিত

অাপডেট :: পূর্ব শত্রুতার জেরেই খুন ইউপি সদস্য কামাল হোসেন

By মেহেরপুর নিউজ

May 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ মে: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামীলীগ কর্মী কামাল হোসেনকে (৪০) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাইয়ের জামাই ও তার সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ষোলটাকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন একই গ্রামের আব্দুস সাত্তার জোয়ারদারের ছেলে। সে ষোলটাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এর আগে কামাল হোসেনের ভাই কফিল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা। তিনি বর্তমানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কফিল উদ্দিন গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, ঘটনার সময় তাদের বড়ভাই আব্দুল হান্নানের জামাতা মাজেদুল হক ৬/৭ জনের একটি দুর্বৃত্তের দল নিয়ে প্রথমে তার (কফিল উদ্দিনের) উপর হামলা চালায়। এসময় খবর পেয়ে কামাল হোসেন পার্শ্ববর্তি জোড়পুকুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে ছুটে গেলে পথিমধ্যে তার গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করেন এবং কফিল উদ্দিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে কফিল উদ্দিনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা এম কে রেজা জানান, হাসপাতালে পৌছানোর আগেই কামাল হোসেন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে প্রথমে থানা চত্বরে এবং দুপুরে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দেও সাথে কথা বলে জানা গেছে, গত কোরবানী ঈদের দুই দিন আগে ষোলটাকা গ্রামের মাছচাষী আব্দুল্লাহর পুকুরে কে বা কারা বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং চাঁদা দাবি করে একটি চিরকুট ও বিষের বোতল রেখে যায় । এ ঘটনায় আবদুøল্লাহ গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সাধারণ ডায়েরির তথ্য মতে মোবাইল ফোন কল লিষ্ট করে কামাল হোসেন বড় ভাই আব্দুল হান্নানের জামাতা মাজেদুল হকের ভগ্নিপতি রহমত আলীকে আটক করে। সেই থেকে মাজেদুল ও রহমত আলী ইউপি সদস্য কামাল হোসেনকে ওই জিডির ইন্ধনদাতা হিসেবে ভুল বুঝে আসছিল। ওই ঘটনা থেকেই কামাল হোসেনের পরিারের সাথে শত্রুতা শুরু হয়। সেই শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে একটি রেওয়াজি সম্পত্তি নিয়ে মাজেদুলের সাথে তার শ্বশুর আব্দুল হান্নানের কথা কাটাকাটি হয়। নিহত কামাল হোসেনের বড় ভাই আব্দুল হান্নান জানান, মঙ্গলবার রাতে একই গ্রামের শুকুর আলীর ছেলে শরিফুল ইসলামের সাথে মাত্র দেড় কাঠা রেওয়াজি সম্পত্তি নিয়ে তার জামাতা মাজেদুল হকের সাথে কথাকাটাকাটি হয়। এসময় সে নানা রকম হুমকি দিয়ে চলে যায়। নিজ মেয়ের জামাই হয়ে যে এত বড় ক্ষতি করবে বুঝতে পারিনি। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী জানান, নিহত কামাল হোসেন সক্রিয় আওয়ামীলীগ কর্মী ছিলেন। গাংনী থানার ওসি তদন্ত কাফরুজ্জামান কালের কন্ঠকে বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত শুরু হয়েছে। আসামিদের ইতিমধ্যে চিহিৃত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।