বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

September 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর ও হিতিমপাড়া গ্রামে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম চাঁদপুর ও হিতিমপাড়া গ্রামে গনসংযোগ করেন।