বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর ওয়াবদা মোড়ে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গনসংযোগ করেন।