বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের শিবপুরে গনসংযোগ

By মেহেরপুর নিউজ

July 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে গনসংযোগ করেছেন।

সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শিবপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।