বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. মিয়াজান আলীর গণসংযোগ

By মেহেরপুর নিউজ

September 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী গণসংযোগ করেছেন।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর, ঢোলমারি ও রতনপুর গ্রামে গনসংযোগ করেন। মেহেরপুরের জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী মুজিবনগর উপজেলার তারানগর, ঢোলমারি ও রতনপুর গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।