খেলাধুলা

অ্যাড. লতিফা খানম চৌধুরীর মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্যারেড পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 14, 2015

মেহেরপুর নিউজ ১৪ ডিসেম্বর মেহেরপুর জেলা প্রশাকসকের পত্নী এপিপি অ্যাড. লতিফা খানম চৌধুরী বলেছেন আজকে তোমরা যারা মেয়ে আগামীতে তোমরা বধু পরে মা তোমাদের এখন থেকে নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে তোমরা সমাজ তথা জাতীকে নেতৃত্ব দিতে পারবে। তিনি বলেন মেয়েদের এখন আর দাবিয়ে রাখার কোন সুযোগ নেই কেননা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী দলের নেত্রী নারী, জাতীয় সংসদের স্পীকার নারী। এপিপি অ্যাড. লতিফা খানম চৌধুরী সোমবার বিকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের

গার্ল গাইডের প্যারেড পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে পরিচালনা কমিটির সভাপতি শামিম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শুভ্রা দাস। বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে অধ্যক্ষ আক্তরুজ্জামান, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। এর আগে জেলা প্রশাকসকের প্পত্নী সেখানে এসে পৌছালে গার্ল গাইডের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অ্যাড. লতিফা খানম চৌধুরী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। পরে বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ শরীর চর্চা প্রদর্শন করেন। পরে ছাত্রীরা ১৮ বছরের আগে বিয়ে করবে বলে শপত গ্রহন করে।