বর্তমান পরিপ্রেক্ষিত

আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে–আইন প্রতিমন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম

By মেহেরপুর নিউজ

January 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী: মেহেরপুর জেলা রেজিষ্ট্রি অফিস উদ্বোধনকালে বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম বলেছেন, কোন রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্থ বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নই। দেশে আইনের শাসন প্রতিষ্টার জন্যই বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। ৭৫ পরবর্তী সময়ে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতার বেশী সময় জুড়ে ছিল খুনী চক্র। তখন অন্যের খুশীমত, মর্জিমত বিচার কাজ চলছে। আইন পদে পদে বাঁধাগ্রস্থ হয়েছে। তাই এতদিন যুদ্ধাপরাধী, নারী ধর্ষনকারী, খুনী, লুণ্ঠিতদের বিচার হয়নি। এই সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী

যুদ্ধাপরাধীদের বিচার করবেই করবে। সরকারের এই বিচার কাজকে কেউ রোধ করতে পারবে না। রোববার দুপুরে জেলা রেজিষ্ট্রি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম এসব কথা বলেন। আইন মন্ত্রণালয়ের সচিব আশিস রঞ্জন দাসের সভাপতিত্বে এই অনুষ্টানে মেহরপুর-১ আসনের এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেন। জেলা পরিষদ প্রশাসক তার বক্তব্যে বলেন বর্তমানে রেজিষ্ট্রি অফিস দুর্নীতির আখড়া। এখানে সাধারন মানুষ প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে। সরকার নির্ধারিত ফিসের দ্বীগুন রেজিষ্ট্রি খরচ দিয়ে মানুষজন জমি রেজিষ্ট্রি করছে। এর দেখার কেউ নেই। এ ব্যাপারে মন্ত্রী মহোদয়ের নিকট ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি। এর আগে মন্ত্রী ১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে রেজিষ্ট্রি অফিস ভবন উদ্বোধন করেন।