মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালীর আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে এ মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান নেতৃত্বে বিকালে সদর উপজেলার গোপালপুর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে মোটর সাইকেল শোভা যাত্রাটি গোপালপুর থেকে মেহেরপুর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মতিউর রহমান মতির নেতৃত্বে মিছিলটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।