রাজনীতি

আওয়ামীলীগের একটি গৌরবমন্ডিত ইতিহাস রয়েছে — — — — বিএম মোজাম্মেল হক এমপি

By মেহেরপুর নিউজ

February 10, 2014

জুলফিকার আলী কানন: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ কোন ভুঁই-ফোড় রাজনৈতিক দল নয়। একমাত্র আওয়ামীলীগের একটি গৌরবমন্ডিত ইতিহাস রয়েছে। যে দলের নেতৃত্ব দিয়েছেন মাওলানা ভাষানী, বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান। তাই কেউ কোন ভাবে এ দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাংনী উপজেলা নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে তৃণমূল নেতাদের ভোটদান উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জেলা । আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা বিভাগীয় পর্যায়ে কাউন্সিল করে দলকে সু সংগঠিত করে শক্তিশালী করা হবে। নবীণ ও প্রবীণদের সমন্বয়ে আওয়ামীলীগকে আধুনিক  নেতৃত্ব ও যুগোপোযোগী দলে পরিণত করা হবে। যাতে করে শত্রুর গোলা বারুদ আওয়ামীলীগের একটি কমীর বুকও বিদ্ধ করতে না পারে। তিনি নেতা কর্মীদের উদ্যেশ্য বলেন, আগামী উপজেলা নির্বাচন সংসদ সদস্য নির্বাচনের চেয়ে অধিক গূরত্বপূর্ণ। তাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে জেতাতে হবে। এসময় তিনি গাংনী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মকলেচুর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান পদে আহসানুল­াহ মোহন ও মহিলা ভাইস চেয়ারম্যন হিসেবে সেলিনা মমতাজ কাকলীর নাম ঘোষণা করেন। এর আগে বিএম মোজাম্মেল হক নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করে গাংনী উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে একক প্রার্থী নির্বাচনে গ্রাম, ইউনিয়ন ও থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ পর্যায়ের নেতাদের মধ্যে থেকে ভোট গ্রহণ করেন। তৃণমূল নেতাদের ভোটে জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল ১৯৪ ভোট পান এবং গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন ১১০ ভোট পান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সিনয়ির সহসভাপতি আশকার আলী, গাংনী উপজেলা চেয়ঢারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আহমেদ আলী, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, ভাইসচেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, যুবলীগ নেতা মজির“ল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।